মিঠাপুকুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ শ্রমিক নিহত
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
আজ সোমবার সকাল ৬টার দিকে মিঠাপুকুরের জায়গীরহাটে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মনোয়ারা বেগম (৩২), মজনু মিয়া (২৮) ও আবদুল কুদ্দুস মিয়া (৩৬)। তাঁদের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার বিরল গ্রামে। তাঁরা সবাই মিলশ্রমিক।
বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম জানান, রংপুর থেকে ঢাকাগামী একটি পণ্যভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মনোয়ারা ও মজনু নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আবদুল কুদ্দুস নিহত হন।
ওসি আরো জানান, এ ঘটনায় আহত রিপন, সালাম ও চাঁন মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পিকআপচালক চাঁন মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।