শিমুলিয়া-কাওরাকান্দিতে লঞ্চ চলাচল শুরু
ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে টানা প্রায় ২৫ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এই নৌপথে ৭০ ফুটের ওপরে উচ্চতার লঞ্চ চলাচল করার অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিএ। তবে ওই পথে ফেরি চলাচল স্বাভাবিক রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। ১৭টি ফেরির মধ্যে ১৫টির চলাচল অব্যাহত ছিল। কিন্তু ফেরিগুলো ধারণক্ষমতার অর্ধেক পরিবহন পারাপার করে।
বিআইডব্লিউটিএর শিমুলিয়া নৌবন্দরের ট্রাফিক পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ‘আবহাওয়া অধিদপ্তর থেকে শিমুলিয়াঘাটের এ পথে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হলে আমরা দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ করি। পরিস্থিতির অবনতি দেখলে তাৎক্ষণিক সব লঞ্চ চলাচল বন্ধ করে দিই। ঘূর্ণিঝড়ের আশঙ্কা কেটে যাওয়ায় ২৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ছোট-বড় প্রায় ৮৭টি লঞ্চ চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। ৭০ ফুটের ওপরে উচ্চতার লঞ্চগুলো চলাচল করছে। তবে বন্ধ রয়েছে সি-বোট ও ইঞ্জিনচালিত নৌকা।’
আবার যদি ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে আগের মতো আবারো ফেরি, ছোট-বড় লঞ্চসহ শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হবে বলেও জানান বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা।