রংপুর সিটির ভোট ২১ ডিসেম্বর
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ২১ ডিসেম্বর এই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রংপুর সিটি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে ২২ নভেম্বর এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৫ ও ২৬ নভেম্বর।
প্রার্থীরা ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন এবং এ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৪ ডিসেম্বর।
রংপুর সিটিতে ভোট হয়েছিল ২০১২ সালের ২০ ডিসেম্বর। নিয়ম অনুযায়ী সিটি করপোরেশনে শপথ নেওয়ার পর প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর এর মেয়াদ থাকে। আর এই মেয়াদ শেষ হওয়ার আগে ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
সেই হিসেবে এই সিটি করপোরেশনে চলতি বছরের জুন থেকে আগামী বছরের জানুয়ারির সময়ের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।