হিন্দু বাড়িতে আগুনের ঘটনায় মামলা, আসামি ২০০০
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের স্ট্যাটাসে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে রংপুরের তারাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই হাজার লোকের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ শনিবার সকালে গঙ্গাচড়া থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। এতে ২৫-৩০ জনের নাম উল্লেখ করো হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এদিকে, গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী জানান, সংঘর্ষকালে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৩৬ জনকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে গঙ্গাচড়া উপজেলা ও কোতোয়ালি থানা এলাকা থেকে ওই ব্যক্তিদের আটক করা হয়।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের লোকজনকে পুলিশের পাহারায় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। এসব পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ তিন হাজার টাকা, দুই বান্ডিল করে টিন বরাদ্দ দেওয়া হয়েছে।
ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে গতকাল শুক্রবার ডাকা সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় লোকজন। এতে গুলিতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
জুমার নামাজের পর রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর এলাকায় অবরোধ করে কয়েক হাজার স্থানীয় লোকজন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়িতেও বাধা দেয় তারা।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, যে যুবকের নামে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বাড়িসহ পাঁচটি হিন্দু বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। এ ছাড়া ১৪-১৫টি বাড়ি ভাঙচুর করে তারা।