বিএনপি প্রার্থীর মনোনয়ন আটকানোর আবেদনে সাড়া মেলেনি
ঋণখেলাপির অভিযোগে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার মনোনয়ন বাতিল চেয়ে সোনালী ব্যাংক কর্তৃপক্ষের করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট।
ব্যাংকের করা রিট আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার দুপুরের পর বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিএনপির মেয়র প্রার্থীর আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘আবেদনটি সংশ্লিষ্ট আদালত আউট অব লিস্ট করে দিয়েছেন। এর ফলে নির্বাচনে মেয়র পদে প্রার্থিতায় কোনো বাধা থাকল না বাবলার।’
গত ২১ নভেম্বর রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে কাওসার জামান বাবলাকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত প্রত্যয়নপত্রটি বাবলার প্রতিনিধি হিসেবে গ্রহণ করেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।