স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটকের অভিযোগ, র্যাবের অস্বীকার
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) আটক করেছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।
আজ শুক্রবার কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সবুজের মা শাহিদা খাতুন এ দাবি করেন।
কিন্তু র্যাব বলছে, বিষয়টি জানেন না তারা। জেলা পুলিশ সুপার প্রলয় চিসিম বলেছেন, ‘এ ধরনের খবর আমার কাছে নেই।’
গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগ ও শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে সবুজ নামে এক যুবলীগকর্মী নিহত হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ এক নম্বর আসামি।
সংবাদ সম্মেলনে সাজ্জাদ হোসেনের মা শাহিদা খাতুন দাবি বলেন, ‘আজ ভোর ৪টার দিকে গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্টে অভিযান চালিয়ে আমার ছেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেনকে আটক করে নিয়ে যায়। একই কক্ষ থেকে সাজ্জাদের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবুকেও আটক করে নিয়ে যায় র্যাব।’ তিনি আরো জানান, এর আগেই র্যাব রিসোর্টের মালিক মনিরকে আটক করে। শাহিদা খাতুন দাবি করেন, আটক তিনজনকেই র্যাবের প্রধান কার্যালয়ে রাখা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।
সংবাদ সম্মেলনে সাজ্জাদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া বলেন, ‘আমার স্বামী কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরও সহসভাপতি।’ প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়ে তিনি বলেন, ‘সাজ্জাদ হোসেন যদি দোষী হয়, তবে তাঁকে বিচারের মুখোমুখি করা হোক।’
এ ব্যাপারে জানতে চাইলে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব বলেন, ‘এ রকম কিছু আমাদের জানা নেই। অনেকেই আমাদের কাছে বিষয়টি জানার জন্য ফোন দিচ্ছে। জানতে পারলে আপনাদের জানাব।’