কুড়িয়ে পাওয়া গোলায় গেল প্রাণ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে এক নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম ময়না বেগম (৩০)। তিনি দিঘর ইউনিয়নের মাইদারচালা গ্রামের মৃত ইয়াকুব আলীর মেয়ে। আহতদের ঘাটাইল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. আহাদুজ্জামান জানান, ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাস এলাকায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ শেষে বিভিন্ন অবিস্ফোরিত গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এ এলাকার পাশেই মাইদারচালা গ্রাম। ময়না বেগম বুধবার সকালে ফায়ারিং রেঞ্জ এলাকা থেকে লাকড়ি ও পরিত্যক্ত মর্টার শেল কুড়িয়ে নিজ বাড়িতে আনেন। তিনি ব্যাগ থেকে গোলাবারুদ বের করে উঠানে ছুড়ে মারেন। সঙ্গে সঙ্গে একটি গোলার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ময়না বেগম নিহত হন।
এ সময় ময়নাদের বাড়ির আশপাশের আরো তিনজন আহত হন। তাঁরা হলেন জয়নুদ্দিন (৬০), আব্দুর রাজ্জাক (৫২) ও মোহাম্মদ শরীফ (৩৫)। তাঁদের ঘাটাইল সিএমএইচে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।