শ্রমিক নেতা আমিনুল হত্যায় একজনকে মৃত্যুদণ্ড
শ্রমিক নেতা আমিনুল ইসলামকে হত্যার দায়ে টাঙ্গাইলে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার এই আদেশ দেন।
মামলার একমাত্র আসামি মাগুরা জেলার মো. মোস্তাফিজুর রহমান এখনো পলাতক। তাঁর অনুপস্থিতিতেই আজ আদালত রায় ঘোষণা করেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৫ এপ্রিল সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশ। লাশটির পরিচয় না পেয়ে পুলিশ আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে সেটি বেওয়ারিশ লাশ হিসেবে ৬ এপ্রিল টাঙ্গাইল কবরস্থানে দাফন করে। পরে জানা যায়, মৃত ব্যক্তিটি সাভার-আশুলিয়ার গার্মেন্টস শ্রমিক নেতা আমিনুল ইসলামের। তাঁকে হত্যা করে এখানে ফেলে রেখে যায় অজ্ঞাতরা।
পরিচয় পাওয়ার পর আত্মীয়স্বজনরা ৭ এপ্রিল তাঁর লাশ উত্তোলন করে আমিনুল ইসলামের গ্রামের বাড়ি গাজীপুর জেলার হিজলহাটি গ্রামে নিয়ে দাফন করেন। প্রথমে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ঘাটাইল থানায় মামলা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনা তদন্ত করে একমাত্র আসামি মাগুরার মো. মোস্তাফিজুর রহমানকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।