যতবার বিতর্ক ততবার আদালত অবমাননা : তারানা
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় সংবিধান অনুযায়ী তাঁরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতনিময় সভায় যোগ দেন তারানা হালিম। এর আগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘তারেক জিয়া এবং খালেদা জিয়া দুর্নীতিবাজ, এটি আদালতের রায়েই প্রমাণিত। এটি নিয়ে বিতর্কের আর কোনো অবকাশ নেই। এটি কিন্তু যতবার বিতর্ক হবে ততবার কিন্তু আদালত অবমাননা হয়। আমি মনে করি না তাঁর নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ আছে। কারণ তিনি একটি ক্রিমিনাল মামলায় ইতিমধ্যে দণ্ডপ্রাপ্ত আসামি।’
তারেক রহমান যেহেতু তার পাসপোর্ট নবায়ন না করে সরকারের কাছে ফেরত দিয়েছেন তাহলে তিনি কিভাবে বাংলাদেশের নাগরিক থাকেন, সে প্রশ্ন করেন তারানা হালিম। তিনি বলেন, সরকার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।
বিএনপি খালেদার জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছে অভিযোগ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘তাঁকে (খালেদা জিয়া) যথাযথ চিকিৎসাসহ সকল সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। সরকার যদি মনে করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে, তাহলে সরকার তাই করবে।’
পরে টাঙ্গাইল জেলা, দেলদুয়ার ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ নানা বিষয়ে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।