টাঙ্গাইলে আ. লীগ নেতার গুদাম থেকে সরকারি চাল আটক
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেনের গুদাম থেকে আজ সোমবার বিকেলে ৯০ বস্তা সরকারি চাল আটক করেছে পুলিশ।
এসব চাল ১০ টাকা কেজিতে বিক্রি করার কথা ছিল। কিন্তু আবুল হোসেন তা না করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে গুদামে মজুদ করে রাখেন।
উপজেলার নগদা শিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওই ইউনিয়নের চালের ডিলার। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খাদ্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম পুলিশ নিয়ে আবুল হোসেনের গুদামে অভিযান চালান। এ সময় গুদাম থেকে ৯০ বস্তা চাল উদ্ধার করা হয়।
এ ব্যপারে খাদ্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিত্তে ডিলার আবুল হোসেনের গুদাম থেকে ৯০ বস্তা চাল আটক করে উপজেলা অফিসে নিয়ে আসা হয়েছে।
গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা শারমিন চাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, খাদ্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে পুলিশ নিয়ে আবুল হোসেনের গুদামে অভিযান চালায়। তালা ভেঙে গুদামে প্রবেশ করে ৯০ বস্তা চাল উদ্ধার করে উপজেলা সরকারি গুদামে নিয়ে আসি। কিন্তু বস্তা পরিবর্তন করায় সেগুলো ওএমএসের চাল কি না, তা বোঝা যাচ্ছে না। পরীক্ষার জন্য টাঙ্গাইল পাঠানো হচ্ছে। রিপোর্টে যদি প্রমাণিত হয় এগুলো ওএমএসের চাল, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।