মির্জাপুরে ছাত্রশিবিরের সেক্রেটারি গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রনি মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর মুন্সীপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রনি মিয়ার নামে নাশকতা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রনিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত জানান, করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র রনি ২০১৩ সাল থেকে মির্জাপুর উপজেলা ছাত্রশিবিরের দায়িত্বে রয়েছেন। তাঁর নামে মির্জাপুর থানায় নাশকতার মামলা রয়েছে। আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।