মেয়ের সঙ্গে এসএসসি পাস করলেন বিএনপি নেতাও
টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী এবার এসএসসি পাস করেছেন। এবার তাঁর মেয়েও এসএসসি পাস করেছে। পরীক্ষায় তিনি ও তাঁর মেয়ে ‘এ’ গ্রেড পেয়েছেন।
গতকাল রোববার চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
জানা যায়, আশরাফ পাহেলীর একমাত্র মেয়ে আশা বিনতে আশরাফ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুল থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে এ গ্রেড পায়। অপরদিকে আশরাফ পাহেলী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাজী শমশের আলী স্কুল অ্যান্ড বিএম কলেজ থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন আশরাফ পাহেলীর পরীক্ষায় পাস করার বিষয়টি জানান।
আশরাফ পাহেলী নিজেও এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ ও পাস করার বিষয়টি জানিয়েছেন।
আশরাফ জানান, ১৯৮৩ সালে তিনি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। এরপর আর পড়ালেখা করতে পারেননি। ছাত্ররাজনীতির পর এখন তিনি বিএনপি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন। তিনি মনে করেন, দাখিলের চেয়ে ভোকেশনালের সার্টিফিকেট তুলনামূলকভাবে মর্যাদাপূর্ণ। ওই কারণেই পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। একমাত্র মেয়ের সঙ্গে পাস করার বিষয়টি তাঁর কাছে ‘আলাদা একটি অনুভূতির বিষয়’ বলে মনে করেন তিনি।
আশরাফ পাহেলী এর আগে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ছাড়াও জেলা ও শহর ছাত্রদলের বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।