টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি
টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সাধারণ সভা ও ২০১৮-১৯ সালের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ বুধবার টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।
সর্বসম্মতিক্রমে এটিএন বাংলা ও এটিএন নিউজের টাঙ্গাইল প্রতিনিধি মো. নাসির উদ্দিনকে সভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মহব্বত হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি কাজী তাজউদ্দিন রিপন (একুশে টিভি) ও ইফতেখারুল অনুপম (চ্যানেল ২৪), যুগ্ম সম্পাদক পদে মহিউদ্দিন সুমন (জি টিভি) ও জে সাহা জয় (বিটিভি), কোষাধ্যক্ষ মামুনুর রহমান মিয়া (দীপ্ত টিভি), ক্রীড়া সম্পাদক শামীম আল মামুন (যমুনা টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুজ্জামান খান মোস্তফা, দপ্তর সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল (বিজয় টিভি)। এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্যরা হলেন জাফর আহমেদ (বৈশাখী টেলিভিশন), কাজী জাকেরুল মওলা (আর টিভি), মুসলিম উদ্দিন আহমেদ (চ্যানেল আই), রেফাজুর রহমান (ইনডিপেনডেন্ট টেলিভিশন) ও কাদির তালুকদার (সময় টিভি)।
২০১২ সালে টাঙ্গাইল জেলায় টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের নিয়ে টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরাম গঠিত হয়। সে সময় ব্যালটের মাধ্যমে গোপন ভোটে এনটিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি মহব্বত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।