টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার পাইকরা ইউনিয়নের গোলড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. রুহুল ওই গ্রামেরই বাসিন্দা। র্যাবের দাবি, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন এবং এলাকায় কাইলা রুহুল নামে পরিচিত ছিলেন।
টাঙ্গাইল র্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম দাবি করেন, গতকাল রাত আড়াইটার দিকে উপজেলার গোলড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে যায় র্যাব। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি করে।
‘এ সময় এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। রুহুলের বিরুদ্ধে কালিহাতী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।’
র্যাব কর্মকর্তা আরো দাবি করেন, এ সময় র্যাবের দুই সদস্য আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।