৩ ট্রাকের সংঘর্ষে দুজন নিহত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তিনটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের চরবাবলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, প্রথমে ভোর সাড়ে ৫টার দিকে দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। পরমুহূর্তেই ঢাকা থেকে আসা অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে। গুরুতর আহত হন দুজন।
মোশারফ হোসেন আরো জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন আশিক হাসান (২৫)। তাঁর বাড়ি পাবনা জেলার চারট মহর থানার পাচুরিয়া গ্রামে। বাবার নাম রবিউল সর্দার।
নিহত অপর ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।