টাঙ্গাইলে বাসচাপায় দুই সাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলের ক্ষুদিরামপুরে বাসচাপায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখলে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, মহাসড়কের ক্ষুদিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই সাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পুলিশ বাসটি আটক করেছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।