টাঙ্গাইলে গুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত
টাঙ্গাইলে গুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম আব্দুল মান্নান।
পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার চারাবাড়ি এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মান্নান। ঘটনাস্থল থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এসএডিএস ফার্মের পতিত জমিতে মাদক ও মাদক বিক্রির টাকার ভাগ নিয়ে দুই দল মাদক ব্যবসায়ীর গোলাগুলি শুরু হয়। এ সময় মাদক ব্যবসায়ী মান্নান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত মান্নানের বাড়ি টাঙ্গাইল পৌর এলাকার কান্দাপড়া গ্রামে। তিনি এলাকার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত।
আজ সকালে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।