রাবি ক্যাম্পাসে দিন-দুপুরে ছিনতাই
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিন-দুপুরে দুই শিক্ষার্থীর কাছ থেকে ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মনোয়ারা খাতুন এবং রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের আরিফুল ইসলাম। ঘটনার পর মনোয়ারা খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এসে বিষয়টি জানান।
মনোয়ারা খাতুন বলেন, ‘আমি ও আমার বন্ধু আরিফুল সিনেট ভবনের পশ্চিম পাশে বসে আড্ডা দিচ্ছিলাম। এ সময় মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে আসে। তাঁরা প্রথমে জানতে চায়, আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী কি না। পরিচয় শেষে তাঁরা আমাদের পুলিশে দেওয়ার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে আমাদের কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী আরো বলেন, ছিনতাইকারীরা তাদের কাছ থেকে মোট তিন হাজার ৮০০ টাকা ও দুটি মোবাইল ফোনসেট কেড়ে নেয়।
ভুক্তভোগীরা জানান, ছিনতাইকারীদের তাঁরা চেনেন না, তবে দেখলে চিনতে পারবেন।
এ বিষয়ে প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘আমি ঢাকাতে আছি। এ বিষয়ে আমি কিছু শুনিনি।’