টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক ব্যবসায়ী’ নিহত
টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার বেগুনটাল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আফজাল মিয়া। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় তাদের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ফেনসিডিল, ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, সদর উপজেলার বেগুনটালে শীর্ষ মাদক ব্যবসায়ী আফজাল হোসেনসহ কয়েকজন মাদক সেবন করছিল। র্যাব সেখানে অভিযানে গেলে তারা গুলি করে। এ সময় র্যাবও গুলি ছোড়ে। এতে একজন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে মাদক ব্যবসায়ী আফজাল বলে শনাক্ত করে। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে র্যাব ২০০ বোতল ফেনসিডিল, ১০৪২টি ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করে।