মধুপুরে গোলাগুলিতে সাবেক ইউপি সদস্য নিহত
টাঙ্গাইলের মধুপুরে দুই পক্ষের গোলাগুলিতে মাসুদ রানা ফরিদ (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি অরণখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।
আজ শুক্রবার ভোরে উপজেলার জলছত্র মাগন্তিনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ফরিদ পুলিশের মাদকের তালিকাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া জানান, ভোরে মধুপুর উপজেলার পাহাড়ি অঞ্চল অরণখোলা ইউনিয়নের জলছত্র মাগন্তিনগর এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে মাদক বেচাকেনা ও টাকার বাটোয়ারা হচ্ছিল। এ সময় মাদক ব্যবসায়ীদের মধ্যে বিরোধ হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ফরিদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অরণখোলা ইউনিয়নের কাকরাইদ গ্রামের বাসিন্দা মাসুদ রানা ফরিদ। তাঁর বিরুদ্ধে মধুপুর থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।