‘সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু দরকার তা করব’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী জানিয়েছেন, আগামী নির্বাচনে তাঁর দল অংশগ্রহণ করবে এমন সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, অবাধ নির্বাচনের জন্য যা কিছু দরকার আমরা তা করব।’
আজ বৃহস্পতিবার টাঙ্গাইলে আয়োজিত দলের কর্মিসভায় এসব কথা বলেন কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা ইলেকশন করব। সে ইলেকশন ২০১৪ সালের মতো হবে না। অন্তত আমরা যেখানে করব দেখব কোন বাপের ব্যাটা চুরি করে ভোট নেয়।’
কাদের সিদ্দিকী বলেন, ‘আমি বলেছিলাম ২০-২৫ দিনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাই না। আগামী আর ১২ দিনের মধ্যে উনার ( প্রধানমন্ত্রী) পদত্যাগ করতে হবে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করতে পারব না করবও না। সুষ্ঠু, নিরপেক্ষ বিশ্বাসযোগ্য, অবাধ নির্বাচনের জন্য যা কিছু দরকার আমরা তা করব।’
কাদের সিদ্দিকী আরো বলেন, ‘ড. কামাল ও বদরুদ্দোজা চৌধুরীকে একসাথে চাই। আপনাদের অনেক বয়স হয়েছে।’ তিনি আরো বলেন, ‘দেশের মানুষ চায় আপনার একসাথে চলবেন। যদি চলেন আমরা আপনাদের সাথে আছি।’
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘আপনি নির্বাচন করে, মানুষের ভোট নিয়ে ১০০ বছর ক্ষমতায় থাকেন। কিন্তু ভোট ছাড়া একদিনও থাকবার চেষ্টা করবেন না। সেটা বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আপনার শোভা পাবে না।’
টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ টি এম সালেক হিটলু প্রমুখ।