প্রাইভেটকারে করে গাঁজা সরবরাহ, আটক ৩
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি প্রাইভেটকার তল্লাশি করে গাঁজা উদ্ধারের তথ্য দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় গাঁজা বহনে জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
আজ সোমবার ভোরে উপজেলার নারিন্দা ইউনিয়নের বাঁশজানা এলাকা থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার মামুন মিয়া, ঝালকাঠি জেলার বাকরি গ্রামের মো. রিয়াদ ও বরিশাল জেলার রুবেল হোসেন।
টাঙ্গাইল র্যাবের ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, রাতে শহরের আশেকপুর বাইপাস দিয়ে একটি প্রাইভেটকার যাচ্ছিল। প্রাইভেটকারটি থামানোর চেষ্টা করলে চালক না থামিয়ে পালিয়ে যায়।
র্যাব সদস্যরাও গাড়ির পিছু নেয়। পরে বাঁশজানা মসজিদের পাশে গিয়ে প্রাইভেটকারটি আশ্রয় নেয়। সেখানে তিনজনকে আটক করে র্যাব। আর গাড়ি থেকে উদ্ধার করা হয় ৮৮ কেজি গাঁজা।
র্যাব কর্মকর্তা দাবি করেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।