ঐশীসহ তিনজনের রায় আজ
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাঁদের মেয়ে ঐশী রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করবেন আদালত।
গত ৪ নভেম্বর ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ দিন নির্ধারণ করেন।
ঐশীদের আইনজীবী মাহবুব হাসান রানা এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক বৃহস্পতিবার এ মামলার রায় দেবেন।
মাহবুব হাসান রানা আরো বলেন, ঐশী এ মামলায় খালাস পাবেন। কেননা ঐশী যে প্রাপ্তবয়স্ক তা সরকার পক্ষ প্রমাণ করতে পারেনি। আর ঘটনার দিন সে মাদকাসক্ত ছিল। সে ‘মাদকাসক্ত ছিল না’ সরকার পক্ষ এটিও প্রমাণ করতে পারেনি। এ ছাড়া ঐশী যে হত্যা করেছে কোনো সাক্ষী জবানবন্দি দিয়ে এমন ধরনের তথ্য প্রমাণ করতে সক্ষম হননি। এমনকি বাদীও মামলার এজাহারে ঐশীর বিরুদ্ধে কোনো কথা বলেননি।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমানের সহকারী আইনজীবী ফয়সাল ভূঁইয়া অনি বলেন, ‘এ মামলায় ঐশীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। ঐশীর বয়স ১৯ বছর তাও প্রমাণিত হয়েছে এবং ঘটনার দিন সে মাদকাসক্ত ছিল না। এ ছাড়া মামলার অন্যতম আসামি কাজের মেয়ে সুমিও জবানবন্দি দিয়ে বলেছে, ঐশীই তাঁর মা-বাবাকে ছুরি দিয়ে হত্যা করেছে।’
ফয়সাল ভূঁইয়া অনি আরো বলেন, ‘আমরা ঐশীসহ সবার মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাশা করছি।’
ঐশী ছাড়া মামলার অন্য আসামিরা হলেন ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনি ও আরেক বন্ধু মিজানুর রহমান রনি।
রনি এ মামলায় জামিনে থাকলেও বিচারক আজ তাঁর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অন্যদিকে জনি শুরু থেকেই কারাগারে আটক রয়েছেন।
এ মামলায় বিভিন্ন সময়ে ৪৯ জন সাক্ষীর মধ্যে ৩৯ জন আদালতে সাক্ষ্য দেন।
২০১৪ সালের ৯ মার্চ ঐশীকে প্রধান আসামি করে আরো দুজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবুল খায়ের।
পরবর্তী সময়ে গত বছরের ৩০ নভেম্বর ঢাকার তিন নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম সাজেদুর রহমান তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় অভিযোগপত্রের ৪৯ জন সাক্ষীর মধ্যে ৩৭ জনের সাক্ষ্য গ্রহণে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (রাজনৈতিক শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মো. মশিউর রহমান রুবেল পল্টন থানায় হত্যা মামলা করেন।