নাশকতা এড়াতে সজাগ আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে যেকোনো ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রোববার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের সন্ত্রাসী হামলার ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেন।
সেমিনারের প্রতিপাদ্য বিষয় ‘ফায়ার সেফটি ইন হাইরাইজ অ্যান্ড ইনডাস্ট্রিয়াল বিল্ডিং ইন এশিয়া’। এতে জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন।