এখন থেকে সীমান্তে হত্যা বা দুর্ঘটনা ঘটবে না
জয়পুরহাট-৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খবীর উদ্দীন সরকার বলেছেন, এখন থেকে সীমান্তে কোনো হত্যা বা দুর্ঘটনা ঘটবে না।
আজ রোববার দিনাজপুরের হিলি চেকপোস্ট ক্যাম্পে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে এ কথা বলেন খবীর উদ্দীন।
বিজিবির এ কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনগণের নিরাপত্তাসহ সীমান্ত সুরক্ষিত রাখতে কাজ করছে বিজিবি ও বিএসএফ। হঠাৎ করে সীমান্তে কোনো সমস্যার উদ্ভব হলে তা উভয় বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করা হবে।
এর আগে আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজিবি-বিএসএফ বৈঠক হয়। বৈঠক শেষে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চলন্ত ট্রেনের হুইস পাইপ খুলে যাতে চোরাচালানিরা ফেনসিডিল বা অবৈধ মালামাল তুলতে না পারে সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতে ট্রেন চলাচলের সময় সীমান্তের দুই পাশে বিজিবি ও বিএসএফ সদস্যরা টহলে থাকবেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল খবীর উদ্দীন সরকার। ভারতের পক্ষে ছিলেন পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার জিতেনদার। এ সময় উভয় বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।