কলেজ মাঠে গলা কাটা লাশ
দিনাজপুরের সদর উপজেলার চাঁদগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, দুর্বৃত্তরা হত্যার পর লাশ এখানে ফেলে রেখে গেছে।