বিরামপুরে ডাকাত সন্দেহে গণপিটুনি, একজন নিহত
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নাজমুল হক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল জেলার বোচাগঞ্জ উপজেলার মালগাঁও গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার মৌপুকুর গ্রামের হাসান আলীর বাড়িতে ডাকাতির উদ্দেশে ২০-৩০ জনের একটি ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাতরা হাসান আলীর প্রতিবেশীদের বাড়ির দরজা রশি দিয়ে বেঁধে দেয়। এরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে প্রাচীর টপকে হাসান আলীর বাড়িতে প্রবেশ করে। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে মোবাইল ফোনে আশপাশের লোকজনকে ডাকাতির সংবাদটি জানায়। পরে তাঁরা এসে ডাকাতদের ঘিরে ফেলে। পালানোর সময় এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই নাজমুল হক নামের এক ব্যক্তি নিহত হন।
বাড়ির মালিক হাসান আলী জানান, ডাকাতরা আলমারি ভেঙে টাকা, কাপড় ও স্বর্ণালংকারসহ আনুমানিক চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতদের আটক এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।