হিলি সীমান্তে আবারও বিএসএফের গুলি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে আবারও চোরাচালানিদের ওপর গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এতে কেউ হতাহত হয়নি।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে সীমান্তের ভারত অংশের ধরন্দা এলাকার নো ম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে। এর আগে গত ৪ ডিসেম্বর একই সীমান্তে গুলি ছোড়ে বিএসএফ।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আজ দুপুর ২টার দিকে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১০-১১ নম্বর সাব সীমানা পিলারের পাশ দিয়ে কয়েকজন চোরাচালানি ভারত থেকে অবৈধ পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিজিবি সদস্যরা বাধা দেওয়ায় ওই চোরাচালানিরা ছত্রভঙ্গ হয়ে দৌড়ঝাঁপ করে। তখন ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কর্তব্যরত সদস্যরা তাদের ধাওয়া করে একটি গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ হতাহত হয়নি। পরে চোরাচালানিরা বাংলাদেশে পালিয়ে আসে।
নাম প্রকাশ না শর্তে সীমান্তের বাংলাদেশ অংশের ধরন্দা গ্রামের কয়েকজন জানান, গুলির ঘটনাটি ভারত হিলির ধরন্দা গ্রামের নো- ম্যান্স ল্যান্ডে ঘটেছে। এক সপ্তাহ আগেও বিএসএফ গুলি করেছিল। পরপর গুলির ঘটনায় এলাকাবাসী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তাঁরা আরো জানান, আজকের গুলিটি বাংলাদেশের দিকে লক্ষ্যভেদ হলে তাহলে কর্তব্যরত বিজিবি সদস্য বা স্থানীয় লোকজন হতাহতের শিকার হতেন।
এদিকে বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফজলুর রহমান জানান, সীমান্তের ধরন্দা এলাকায় বিএসএফ অহেতুক গুলি করেছে। প্রথম দিকে উত্তেজনা থাকলেও এখন কিছুটা প্রশমিত হয়েছে। গত ৪ ডিসেম্বরও বিএসএফ একই এলাকায় দুটি গুলি করেছিল। আজকের গুলি করার বিষয়ে ভারতের হিলি বিএসএফের ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিস্টার হককে ঘটনাস্থলে ডেকে প্রতিবাদ করা হয়েছে। সেখানে মিস্টার হক বলেছেন, চোরাচালানীরা ভারতে ঢুকে বাংলাদেশে মালামাল পাচারের চেষ্টা করছিল। এ কারণে বিএসএফ তাদের গুলি করেছে। এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না বলে বিএসএফ আশ্বস্ত করেছে।