হিলি মুক্ত দিবস পালিত
বর্ণাঢ্য র্যালি, শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের হিলি মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে হিলি মুক্ত হয়।
আজ শুক্রবার বেলা ১১টায় শহরের সিপি রোডে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘সম্মুখ সমরে’ গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক নেতা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
দুপুর ১২টায় সম্মুখ সমর চত্বরে মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মুন্না।
আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে শহীদদের প্রতি সম্মুখ সমরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানে শহীদদের আত্মার প্রতি শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দিনাজপুর জেলার তথ্য বাতায়নে বলা হয়েছে, ১৯৭১ সালের ১১ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে প্রচণ্ড যুদ্ধের পর হিলি শত্রুমুক্ত হয়। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধাসহ মিত্রবাহিনীর ৩৫৭ জন শাহাদতবরণ করেন।