মংলায় পৌর নির্বাচন ও প্রশাসক নিয়োগের দাবি
স্থগিত হওয়া মংলা পোর্ট পৌরসভার নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মংলা পৌর নাগরিক ফোরাম।
আজ শনিবার দুপুরে মংলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন নাগরিক ফোরামের সদস্য সচিব এইচ এম দুলাল। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি অবিলম্বে বর্তমান পৌর মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবি জানান।
লিখিত বক্তব্যে বলা হয়, ভোটার তালিকা ও সীমানা জটিলতার অজুহাত দেখিয়ে ষড়যন্ত্রমূলকভাবে মামলা করে নির্বাচন স্থগিত করে একটি মহল নিজের স্বার্থ হাসিলসহ ও বর্তমান পৌর পরিষদ ক্ষমতায় টিকে থাকার অপপ্রয়াস চালাচ্ছে।
এ অবস্থায় দ্রুত মংলা পৌরসভা নির্বাচনের দাবিতে চার দফা কর্মসূচি ঘোষণা করেছে মংলা পৌর নাগরিক ফোরাম। কর্মসূচিগুলো হলো ১৩ ডিসেম্বর বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে মতবিনিময়, ১৫ ডিসেম্বর স্থানীয় সংসদ সদস্যসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান, ১৮ ডিসেম্বর মানববন্ধন, ১৯ থেকে ৩১ ডিসেম্বর ওয়ার্ডে ওয়ার্ডে সভা-সমাবেশ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মংলা পৌর নাগরিক ফোরামের আহ্বায়ক সাহাবুদ্দিন রাজা ও যুগ্ম আহ্বায়ক মাহাবুব হোসেন।
পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর সীমানা ও ভোটার তালিকা ইস্যুতে আদালতে রিটের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই পৌরসভার নির্বাচন স্থগিত করে।