দিনাজপুরে মন্দিরে হামলার ঘটনায় গাইবান্ধায় আটক ৫
দিনাজপুরের কাহারোল উপজেলায় ইসকন মন্দিরে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে পাঁচজনকে আটক করা হয়। তারা বর্তমানে পলাশবাড়ী থানায় আছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম এখন দেওয়া সম্ভব নয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে একজনের নাম ইকবাল। তিনি মনোহরপুর কমিউনিটি হাসপাতালের স্বাস্থ্য সহকারী। তাঁর বাড়ি থেকে সরকারি ওষুধ এবং ধর্মীয় বই উদ্ধার হয়েছে।
দিনাজপুরের কাহারোলে গত ১০ ডিসেম্বর রাত ৮টার দিকে ইসকন মন্দিরে ধর্মসভা চলাকালে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে শরিফুল ইসলাম (২৪) নামের পলাশবাড়ীর এক যুবককে আটক হয়।