হাকিমপুরে জামায়াত নেতার প্রার্থীতা প্রত্যাহার
দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জামায়াত নেতা সুমন খন্দকার তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সুমন জামায়াতে ইসলামীর পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক।
আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা মো. আজাহারুল ইসলামের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
এ ছাড়া এদিন সাধারণ কাউন্সিলর পদে চারজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা মো. আজহারুল ইসলাম।
এদিকে রোববার বিকেল ৫টার আগে বিরামপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা এস এম মনিরুজ্জামান আল মাসউদের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন মেয়র পদপ্রার্থী হুমায়ুন কবীর।