দিনাজপুরে মন্দিরে হামলায় মোসাব্বিরুল রিমান্ডে
দিনাজপুরের কাহারোল উপজেলায় ইসকন মন্দিরে বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তার মোসাব্বিরুল খন্দকারকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
গতকাল রোববার বিকেলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোসাব্বিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন দিনাজপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম। শুনানি শেষে বিচারক এস এম রেজাউল বারীর আদালত অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মোসাব্বিরুলকে ১০ দিনের রিমান্ড আদেশ দেন। ওসি রেদওয়ানুর রহিম বিষয়টি জানিয়েছেন।
এর আগে শনিবার আটক শরিফুল ইসলামকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন একই আদালত।
গত ১০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের জেলার কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ বাজারের কাছে জগন্নাথ মন্দির ও ইসকন মন্দিরে ধর্মসভা চলার সময় বোমা হামলা ও গুলি চালানো হয়। এ সময় গুলিতে দুজন আহত হন। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে শরিফুল ইসলাম (২৮) নামে একজনকে আটক করে পুলিশে দেয়। পরদিন ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া গ্রামে ওই হামলায় জড়িত মোসাব্বিরুল হক (২৮) নামে আরেকজনকে আটক করে গ্রামবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। এ সময় তাঁর ছোড়া গুলিতে একজন আহত হন। হামলার ঘটনায় ইসকন মন্দিরের পুরোহিত গোবর্ধন দাস বাদী হয়ে দুজনের নাম দিয়ে অজ্ঞাতপরিচয় আরো ছয়জনকে আসামি করে কাহারোল থানায় একটি মামলা দায়ের করেন। পাশাপাশি বীরগঞ্জের সিংড়া শালবন এলাকা থেকে অস্ত্রসহ শরিফুলকে আটকের ঘটনায় বীরগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন। দুটি মামলাতেই দুজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।