মন্দিরে হামলার ঘটনায় দিনাজপুরে বিক্ষোভ
দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দহাট ইসকন মন্দির ও কান্তজিউ রাসমেলায় বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। জেলা ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ ও প্রতিকার কমিটি’ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
বিক্ষোভ মিছিলে ইতালির নাগরিক ধর্মযাজক ডা. পিয়েরে পারো লারিকে হত্যাচেষ্টারও তীব্র নিন্দা জানানো হয়।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দিানাজপুর প্রেসক্লাবের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দেন বিক্ষোভে নেতৃত্বদানকারীরা।
স্মারকলিপিতে দেওয়া দাবিগুলো হলো : অবিলম্বে বোমা হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, জামায়াতে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা।
বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ ও প্রতিকার কমিটির সভাপতি পরিমল চক্রবর্তী তপন, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।