দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
দিনাজপুরের মোহনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ছাদেকুল (১৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ছাদেকুলের বাড়ি দিনাজপুর সদর উপজেলার গংগা প্রসাদ গ্রামে। তাঁর বাবার নাম মোকছেদুল।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গরু কিনতে গত মঙ্গলবার ভারতে গিয়েছিলেন ছাদেকুলসহ ছয়জন। ফেরার পথে ভারতের আত্রাই নদীসংলগ্ন এলাকায় বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। ওই সময় বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ছাদেকুল।
গরু কিনতে যাওয়া একই গ্রামের অপর ব্যবসায়ী কেনান জানান, তাঁরা ছয়জন মিলে ভারতে গরু কিনে ফেরার সময় গুলিতে ছাদেকুল নিহত হন।
২৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কুরবান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ ফেরত আনতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। খুব শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনা হবে।