দিনাজপুরে গরিবদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অসহায়, গরিব ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইপিলিয়ন গ্রুপ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।
আজ বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ প্রায় ৩ হাজার শীতার্তর মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, ইপিলিয়ন গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল কবীর, ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা এস এম নাজমুল আহসান, মোত্তাকিন আলী, মিজানুর রহমান প্রমুখ।