দিনাজপুরে মন্দির ও ধর্মযাজকের ওপর হামলায় শরিফুলের জবানবন্দি
দিনাজপুরে ইসকন ও ইতালীয় ধর্মযাজক ডা. পিয়েরো পারো লারির ওপর হামলার কথা স্বীকার করেছেন জেএমবি সদস্য শরিফুল ইসলাম (২৪)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসানুল হকের আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক আবু সাঈদ সরকার জানান, কাহারোলে ইসকন মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তার শরিফুল ইসলামের রিমান্ড শেষে গতকাল সন্ধ্যায় আদালতে হাজির করা হয়। এ সময় তিনি মন্দির ও দিনাজপুরের মির্জাপুর এলাকায় ইতালির নাগরিক পিয়েরো পারো লারির ওপর হামলার কথা স্বীকার করেন।
চলতি বছরের ১৮ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস টার্মিনালসংলগ্ন এলাকায় পিয়েরেকে গুলি করা হয়।
গত ১০ ডিসেম্বর দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দহাট ইসকন মন্দিরে হামলার পরেরদিন বীরগঞ্জ উপজেলার শালবাগান এলাকায় এলাকাবাসী শরিফুল ইসলামকে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে। গত রোববার অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়।