বিএনপি প্রার্থী এগিয়ে, ডিসিকে অবরুদ্ধ
ঠাকুরগাঁও পৌরসভার ১৮টি ভোটকেন্দ্রের ফল ঘোষণার পর মেয়র পদে এগিয়ে আছেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মির্জা ফয়সাল আমিন। তিনি এগিয়ে থাকায় আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাতে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় ঘেরাও করেন। বুধবার দিবাগত রাত ১টার পরও নির্বাচনের ফল জানানো নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি প্রশাসন।
পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আ ফ ম ফজলে রাব্বী জানিয়েছেন, তিনটি কেন্দ্রে ফল স্থগিত করা হয়েছে। দুই কেন্দ্রের ভোট নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগ রয়েছে। এসব ব্যাপারে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এখন কমিশন থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, বিএনপি প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সালের এগিয়ে থাকার খবর শুনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের বের করে দেয় আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। অবরুদ্ধ করে রাখা হয় জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর পর থেকে জেলা প্রশাসক ও আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়। এরপরও নির্বাচনের ফল ঘোষণা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্রশাসন।
এর আগেই রিটার্নিং কর্মকর্তা পৌরসভার ২১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮টির ফল প্রকাশ করেন। ফলাফলে দেখা যায়, বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমিন পেয়েছেন ১৬ হাজার ৩২৯ ভোট। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী তহমিনা মোল্লা ১১ হাজার ৫৯৭ ভোট পেয়েছেন। ১৮ কেন্দ্রে চার হাজার ৭৩২ ভোটে এগিয়ে আছেন মির্জা ফয়সাল।
এর আগে বুধবার সকালে ভোট গ্রহণের সময় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স ভাঙচুর ও সংবাদকর্মীদের ওপর হামলার অভিযোগে তিনটি কেন্দ্রের ফল স্থগিত করা হয়। স্থগিত হওয়া তিনটি কেন্দ্র হচ্ছে ঠাকুরগাঁও শহরের পলিটেকনিক্যাল কলেজ, গোবিন্দনগর প্রাথমিক বিদ্যালয় ও হাজীপাড়া সরকারি মহিলা কলেজের পুরুষ কেন্দ্র। এসব কেন্দ্রে ভোটের সংখ্যা ছয় হাজার ৩৬১।
এদিকে রাতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তহমিনা মোল্লা অভিযোগ করেন, ঠাকুরগাঁও সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট সুষ্ঠু হয়নি।