প্রতিষ্ঠার ৫২ বছর পর রুয়েটে দৃষ্টিনন্দন ফটক হচ্ছে
প্রতিষ্ঠার প্রায় ৫২ বছর পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণ করা হচ্ছে আধুনিক শৈলীর দৃষ্টিনন্দন প্রধান ফটক। আজ শনিবার সকালে ফটকের নির্মাণকাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ।
উপাচার্য বলেন, দেশের উত্তরাঞ্চলে প্রকৌশল শিক্ষার একমাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে রুয়েট। অথচ দীর্ঘ ৫২ বছর ধরে এর প্রধান ফটক অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। নতুন শৈলীর প্রধান ফটক নির্মিত হওয়ার পর ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের আউটলুক অনেক দৃষ্টিনন্দন হবে।
রুয়েটের প্রধান ফটক নির্মাণে ব্যয় হবে ৫১ লাখ ৬৯ হাজার টাকা। চলতি বছরের ৩০ জুনের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে। নতুন এ ফটকের নকশা ও ডিজাইন করেছেন রুয়েটের আর্কিটেকচার বিভাগের শিক্ষকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ইকবাল মতিন, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. নীরেন্দ্র নাথ মুস্তাফী, ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ, অ্যাপ্লায়েড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মাজেদুর রহমান, পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) অধ্যাপক ড. মো. আবদুল আলীম, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. শামিমুর রহমান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. এন এইচ এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন প্রমুখ।