বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নির্যাতন, এসআই ক্লোজড
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে ক্লোজ করা হয়েছে। আজ সোমবার তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর বিভাগের সহকারী কমিশনার মো. হাফিজ আল ফারুক এনটিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার রাতে রাব্বীকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তুলে নিয়ে নির্যাতন করে মোহাম্মদপুর থানার একটি টহল দল। সে সময় তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং পাঁচ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও সাবেক সংবাদকর্মী গোলাম রাব্বী। এ বিষয়ে গতকাল সকালে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। এ ছাড়া মোহাম্মদপুর সার্কেলের সহকারী কমিশনারের মাধ্যমে ওই বিভাগের উপকমিশনারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয় বলে এনটিভি অনলাইনকে জানান রাব্বীর বন্ধু জাহিদ।
তবে শুরু থেকেই নির্যাতন ও টাকা দাবির অভিযোগ অস্বীকার করে আসছিল অভিযুক্ত পুলিশ সদস্য ও মোহাম্মদপুর থানা পুলিশ।
গত রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মীর এনটিভি অনলাইনকে বলেন, ‘শনিবার রাত ১২টার দিকে ওই ব্যাংক কর্মকর্তা জেনেভা ক্যাম্পের ভেতর থেকে বের হন। সেটা একটা মাদক জোন। আমার লোকেরা তখন তাঁকে তল্লাশি করতে যায়। তিনি তা করতে না দিয়ে এ নিয়ে হৈচৈ করেন। পরে পুলিশ তাঁকে চেক করে ছেড়ে দেয়। অথচ তিনি দাবি করেছেন, পুলিশ নাকি টাকা চেয়েছে।’