কর্মসূচির দ্বিতীয় দিনেও জাবির ক্লাস পরীক্ষা বন্ধ
অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদার অসংগতির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষকদের কর্মবিরতি চলছে। আজও ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়ে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মঘট পালন করেছেন শিক্ষকরা।
ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুব কম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. খবির উদ্দিন জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভার সিদ্ধান্ত অনুযায়ী, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে। তিনি আরো জানান, কর্মসূচি চলাকালে সরকারের তরফ থেকে আলোচনার জন্য ডাকা হলেও কর্মসূচি চলবে। বেতন কাঠামো ঠিক করে নতুন করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।
অষ্টম জাতীয় বেতন কাঠামোয় পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসংগতি দূর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এর আগে দাবি আদায়ে ৩ জানুয়ারি থেকে টানা ছয় দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কালোব্যাজ ধারণ করে ক্লাস পরীক্ষা নেন। গত ২ জানুয়ারি এ কর্মবিরতির ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সে ঘোষণা অনুযায়ী গতকাল সোমবার থেকে পূর্ণ কর্মবিরতিতে গেলেন শিক্ষকরা।