বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দুজন নিহত
ঠাকুরগাঁওয়ে একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ছোট খোচাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) শামীম জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাস ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোচাবাড়ীতে গেলে একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী মারা যান। আহত হন কমপক্ষে আটজন।
আহত যাত্রীদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।
দুর্ঘটনাকবলিত বাসটি ঠাকুরগাঁও থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তবে ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে গেছে চালক।