শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে আজ রোববার দুপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আরো একজন নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারে।
এর আগে দুর্ঘটনায় স্বামী, স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত ও দুজন আহত হন। এর মধ্যে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ওই বাড়ির গৃহপরিচারিকা মরিয়ম বেগম (৩৫) মারা যান।
এদিকে দুপুর ১২টার দিকে দুর্ঘটনার পর ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে দীর্ঘ এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ সার্জেন্ট হাসান জানান, ঢাকা থেকে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রী নিহত হন। নিহতরা হলেন লৌহজংয়ের বাসিন্দা আজহার (৫৫) ও তাঁর স্ত্রী সুফিয়া বেগম।
সার্জেন্ট হাসান জানান, স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আজহারের বোন রহিমা বেগম (৩৫) মারা যান। বাকি আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সামসুজ্জামান বাবু এনটিভি অনলাইনকে জানান, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আজহারের বাড়ির গৃহপরিচারিকা মরিয়ম মারা যান।