চান্দিনায় প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন
যথাযথ মর্যাদায় কুমিল্লার চান্দিনায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরের শ্রদ্ধা নিবেদন। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে চান্দিনা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের অমর স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ ।
এরপর একে একে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বকসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পৌর মেয়র মো. মফিজুল ইসলামসহ আরো অনেকে।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।