ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার বেলতলা বালুচর এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত শান্ত শহরের বেলতলী গ্রামের আক্কেল আলীর ছেলে।
পুলিশ জানায়, জেলা শহরের টাঙ্গন নদীর পারে বেলতলা বালুচরে একটি বাড়ির পাশে খালে শান্তর লাশ দেখে স্থানীরা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শান্তকে হত্যা করা হয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।