কলারোয়ায় ট্রাকচাপায় সেনা সদস্য নিহত
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটাবাড়িতে ট্রাক চাপায় মিলন হোসেন (২৬) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মিলন হোসেন (পরিচিতি নং ১৪৪৭২৪৫,১৯ বিসিবি ) কলারোয়ার গোয়ালপাড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তিনি চট্টগ্রাম চিনবুক প্রজেক্ট ক্যাম্পে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন।
কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) শোয়েব আলী জানান, দুপুরে মোটরসাইকেল চালিয়ে কলারোয়া সদরে যাচ্ছিলেন মিলন। দেড়টার দিকে উপজেলার কোটাবাড়িতে সাতক্ষীরা-যশোর মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ট্রাকটির নম্বর শনাক্ত করতে না পারায় সেটি আটক করা সম্ভব হয়নি বলে জানান এসআই শোয়েব।
মিলন হোসেনের শ্বশুর মো. নূর হোসেন জানান, মিলন দুই মাসের ছুটিতে বাড়ি এসেছিলেন। আজ তিনি তাঁর খালার বাড়ি যশোরের কায়রা থেকে মোটরসাইকেলে করে কলারোয়ায় টেলিভিশন কিনতে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়।
তবে মোটর সাইকেলটি অক্ষত রয়েছে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।