ঠাকুরগাঁওয়ে কৃষি ব্যাংকের অফিস সহকারী খুন
![](http://947521.0ncwlf7ax.asia/sites/default/files/styles/big_3/public/images/2016/03/09/photo-1457489473.jpg)
ঠাকুরগাঁও সদর উপজেলার ফারাবাড়ীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অফিস সহকারী রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যার পর ব্যাংকের ভেতর থেকে লোকজনের চিৎকার শোনা গেলে আশপাশের লোকজন ব্যাংকের প্রধান ফটক ঘিরে ফেলে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ব্যাংকের কর্মকর্তা ও পুলিশ ব্যাংকের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা রবিউল ইসলামের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে।
পরে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের বেশ কিছু আলামত সংগ্রহ করে লাশ ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আসফিকুজ্জামান জানান, কে বা কারা এ হত্যাকোণ্ডের ঘটনা ঘটিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সে সঙ্গে দোষীদের ধরতে প্রচেষ্টা চলছে।
ফারাবাড়ী কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার তৌফিকুল ইসলাম জানান, ব্যাংক থেকে কোনো টাকা ও কোনো মালামাল খোয়া যায়নি।