গ্রেপ্তারি পরোয়ানা জারি উদ্দেশ্যপ্রণোদিত : ফখরুল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দলের মহাসচিব হিসেবে প্রথম সংবাদ সম্মেলনের আগে দলের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়া সংগ্রাম করে চলেছেন। তত্ত্বাবধায়ক সরকারের কাছেও তিনি নতি স্বীকার করেননি। সরকার জনবিচ্ছিন্ন হয়ে তাঁর বিরুদ্ধে অসৎ উদ্দেশ্য নিয়ে মামলা করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল।
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা নিক্ষেপে যাত্রী নিহত হওয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় খালেদা জিয়াসহ পলাতক ২৮ জনের বিরুদ্ধে গতকাল বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।