ইউপি নির্বাচনে থাকবে বিএনপি : ফখরুল
গণতন্ত্রের স্বার্থে আপাতত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে সরে আসবে না বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে আজ সোমবার রাতে ২০ দলীয় জোটের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির মহাসচিব।
রাত সোয়া ৯টায় শুরু হওয়া জোটের বৈঠকে ২০ দলীয় জোটের শরীক দলগুলোর শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। মূলত গত দুই ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা এবং আগামী ধাপগুলোতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবস্থান নিয়ে আলোচনা হয় বৈঠকে।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এরই মধ্যে ইউপি নির্বাচন প্রহসনের নির্বাচনে পরিণত হয়েছে। কিন্তু বিএনপি গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের মাঠে থাকবে। এখনই নির্বাচন বর্জন করা হচ্ছে না।