‘আমরা মানুষ না পশু?’
ওএমএসের ‘পচা চাল ও দুর্গন্ধযুক্ত ভাত’ রাস্তায় ফেলে প্রতিবাদ জানিয়েছেন ঠাকুরগাঁও পৌরসভার ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
আজ শুক্রবার বেলা ১২টায় ঠাকুরগাঁও রোড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তাঁরা। এ সময় তাঁদের ব্যানারে লেখা ছিল ‘আমরা কি মানুষ না পশু, ওএমএসের নামে সস্তার গরিব মানুষের জন্য পচা চাল কেন? জবাব চাই’।
এ সময় ওএমএসের পচা চাল বিক্রি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন ঠাকুরগাঁও পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড ইসলামনগরের বাসিন্দা মাহাবুবুর আলম রুবেল, বেলাল হোসেন, মিজানুর রহমান, কাজী বস্তির আলম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, এসব চালের ভাত খেয়ে নানা ধরনের রোগে ভুগছেন এলাকার বাসিন্দারা। অবিলম্বে এসব চাল বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনের সময় এক বক্তা বলেন, ‘আমার স্ত্রী বলছে, তোমার সরকার ১৫ টাকা দরে চাল খাওয়াইছে। এটা কী ধরনের চাল যে খাওয়াই যায় না। আমি ওখানে বোবা হয়ে গেছি। আমার পরিবার থেকে আন্দোলন শুরু হয়েছে। যারা ভদ্রবেশী চাল দিয়ে যাচ্ছেন আপনারা এসে দেখে যান, এটা কী ধরনের নিম্নমানের চাল।’
আরেক বক্তা বলেন, ‘এটা গরিব মানুষের সাথে তামাশার সমতুল্য। এটা একটা চরম নিষ্ঠুর তামাশা। এই ধরনের তামাশা চলছে আমাদের সঙ্গে।’ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মানববন্ধনের সময় এক বৃদ্ধ বলেন, ‘ওএমএসের যে চাল দিয়েছে এটা জনসাধারণের খাওয়ার অযোগ্য।’
নিম্নবিত্তদের জন্য খাদ্য অধিদপ্তরের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ১৫ টাকা কেজিদরে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি করা হয়।